জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জেএসসি ও জেডিসি পরীক্ষা বুধবারশুরু হয়েছে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। ১৮ নভেম্বর পর্যন্ত ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে পরীক্ষা চলবে।

এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে অংশ নিচ্ছে ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন। অন্যদিকে জেডিসিতে ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে প্রায় সাড়ে ১১ লাখ ছাত্র ও প্রায় সাড়ে ১৩ লাখ ছাত্রী।

সারা দেশের ২৮ হাজার ৬২৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার থেকে জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে এগুলোর ওপর ধারাবাহিক মূল্যায়ন করে নম্বর স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠাবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।