জাতীয় বিশ্ববিদ্যাল অধিভূক্ত বেসরকারী কলেজের শিক্ষকদের এমপিওর দাবি

জাতীয় বিশ্ববিদ্যাল অধিভূক্ত বেসরকারী কলেজের শিক্ষকদের এমপিওর দাবি

শেয়ার করুন

Teacher meeting pic-1কুষ্টিয়া প্রতিনিধি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারী কলেজের অনার্স ও মাষ্টার্স শিক্ষকদের এমপিও’র দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাষ্টার্স শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নেকবার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুফাজ্জল হক, যুগ্মসাধারণ সম্পাদক নায়েব আলী, রুহুল আমীন, ভেড়ামারা কলেজের প্রভাষক মাহফুজুল আলম জুয়েল, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক এমদাদুর রহমান, আসমা আক্তার, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, এস এম দারুল ইসলাম, মিরপুর সাগরখালী কলেজের প্রভাষক আরিফুল হক, মাহমুদা কলেজের প্রভাষক আরিফুর রহমান, পোড়াদহ কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম, ভেড়ামারা কলেজের প্রভাষক আলী আহম্মেদ, মো. ছাদিকুর রহমান ও রুমেল আলী।

সভায়  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সকল বেসরকারী কলেজের অনার্স ও মাষ্টার্স শিক্ষকদের এমপিও’র দাবি জানানো হয়। সে লক্ষে আগামী ৩ মার্চ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের সকল বেসরকারী কলেজের অনার্স ও মাষ্টার্স শিক্ষকদের নিয়ে মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়। সভা শেষে বিকেল ৩টায় ভেড়ামারা কলেজের প্রভাষক এস এম শফিকুর রহমানকে সভাপতি, ইসলামিয়া কলেজের প্রভাষক আসমা আক্তারকে সাধারণ সম্পাদক ও দৌলতপুর কলেজের প্রভাষক এস এম দারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাষ্টার্স শিক্ষক সমিতির কুষ্টিয়া জেলা শাখার কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।