কানাডায় স্নাতক শিক্ষার্থীদের জন্য বৃত্তি

কানাডায় স্নাতক শিক্ষার্থীদের জন্য বৃত্তি

শেয়ার করুন

Canada Scholarship
।। নিজস্ব প্রতিবেদক ।।

কানাডায় স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ-বিসিবিএস। পাঁচটি ক্যাটাগরিতে এই বৃত্তি দেয়া হবে বলে জানিয়েছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও বিসিবিএস ইন কানাডার প্রধান পৃষ্টপোষক ডক্টর খলিলুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির সম্মান এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ বৃত্তি ঘোষণা করা হয়। আগামী ১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কানাডায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে যেকোনো বিশ্বিবিদ্যালয়ে অধ্যায়নরত থাকতে হবে। উপযুক্ত প্রমাণ দিতে হবে কানাডায় বসবাস করার।