ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড কলেজে ভর্তি বিষয়ক সেমিনার

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড কলেজে ভর্তি বিষয়ক সেমিনার

শেয়ার করুন

15942469_10210296361998327_860418867_nনিজস্ব প্রতিবেদক :

১৯ জানুয়ারি ঢাকার ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড কলেজে ভর্তি বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়েছে। গেলর্ড কলেজে গণযোগাযোগ, সাংবাদিকতা, কমিউনিকেশন, বিজ্ঞাপন, লেখালেখি নিয়ে ব্যাচেলর ও মাস্টার্সে ভর্তি বিষয়ে সেমিনারে আলোচনা করা হবে।

এইচএসসি উর্ত্তীণ শিক্ষার্থীরা ব্যাচেলর ও অনার্স উর্ত্তীণ শিক্ষার্থীরা গেলর্ড কলেজে মাস্টার্সে ভর্তি তথ্যের জন্য এই সেমিনারে অংশ নিতে পারবেন। প্রায় প্রতিবছরই বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ওকলাহোমা বিশ্ববিদ্যালয় ও গেলর্ড কলেজে ভর্তির জন্য আবেদন করে থাকেন। সেই প্রক্রিয়া জানা যাবে এই সেমিনারে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে। ওয়েবসাইট: ou.edu/gaylord.html। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সোহানা নাসরিন জানান, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ-সাংবাদিকতা-কমিউনিকেশনের উপর পড়াশোনা আগ্রহী করে তুলতেই এই বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে।’ ইএমকে সেন্টারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।