ইবিতে খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

ইবিতে খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

শেয়ার করুন

2কুষ্টিয়া প্রতিনিধি :

‘যুক্তি দিয়ে মুক্তি হোক, রবি লালনের ভূমি’ এই স্লোগানে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব- ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
1বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এ বিতর্ক উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিতর্ক উৎসবে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রফেসর ড. হারুন অর রশিদ আসকারী।
3
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সভাপতি এ কে এম সোয়েব-এর সভাপতিত্বে বিতর্ক উৎসবে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা।

বিতর্ক উৎসবে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। আজ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।