৩০ মে থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে

৩০ মে থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আগামী ৩০ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। চলতি দশম জাতীয় সংসদের এটি হবে ১৬তম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ রোববার সংসদের এই অধিবেশন আহবান করেছেন।

৩০ মে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশনেই বর্তমান সরকারের চতুর্থ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে তাঁর এবং মহাজোট সরকারের টানা নবম বাজেট। এবারের বাজেটের সম্ভাব্য আকার হবে ৪ লাখ কোটি টাকারও বেশি।