স্পট মার্কেটে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

স্পট মার্কেটে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা বিরাজ করছে। স্পট মার্কেটে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম।

আন্তর্জাতিক বাজারে বাড়তির দিকে রয়েছে স্বর্ণের দাম। তবে মূল্যবান এ ধাতুটির দর গত ১৫ দিনের তুলনায় বেশ কম রয়েছে। সম্প্রতি ডলারের অবমূল্যায়নের কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে পণ্যটি।  স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ২৫৭ দশমিক ৬০ ডলারে বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ফেডারেল রিজার্ভের (ফেড) সভার কার্যবিবরণী প্রকাশের পর পরই বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি দাম বেড়েছে রুপার। শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ১৭ দশমিক ৫২ ডলারে।