সোনালী লাইফ ইন্সুরেন্সের ঘরে উঠলো পিএইচপি’র প্রোটন কার

সোনালী লাইফ ইন্সুরেন্সের ঘরে উঠলো পিএইচপি’র প্রোটন কার

শেয়ার করুন

Shonali life proton car_1

 

সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানিকে বিশ্বখ্যাত ৩২ টি প্রোটনকার সরবরাহ করেছে দেশিয় অটোমোবাইল কোম্পানি পিএইচপি অটোমোবাইল। গাড়িগুলো হলো, ২০২১ মডেলের প্রোটন সাগা ও প্রোটন পারসোনা।

আজ ৬ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর রাশেদ বিন আমানের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন পিএইচপি অটোমোবাইলের নির্বাহী পরিচালক তাসির করিম।

 

Shonali life proton car_2

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পিএইচপি অটোমোবাইলের ওপর আস্থা রাখার জন্য সোনালী ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান তাসির করিম।

সিটিজি নিউজের এক প্রশ্নের জবাবে তাসির করিম জানান, গত বছর ডিসেম্বর মাসে সোনালি ইন্সুরেন্স কোম্পানির সাথে ৩২টি গাড়ি বিক্রির চুক্তি হয় আমাদের। এরই ধারাবাহিকতায় মাত্র দুই মাসের মধ্যে আমরা সোনালী ইন্সুরেন্সকে গাড়িগুলো সরবরাহ করতে পেরেছি।