সরকারি চাকরিজীবীরা ৫ শতাংশ হারে গৃহঋণ পাবেন

সরকারি চাকরিজীবীরা ৫ শতাংশ হারে গৃহঋণ পাবেন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরিজীবীদের মাত্র ৫ শতাংশ হারে গৃহঋণ দিতে ৪টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে চুক্তি সই করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী ব্যাংকের সাথে এ চুক্তি সই হয়।

প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকেরা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরক্তি সচিব ড. মো. জাফরউদ্দীন সই করেন। এর আওতায় সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ৭৫ ও সর্বনিম্ন ২০ লাখ টাকা ঋণ পাবেন। এজন্য তাদের ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। ২০ বছর মেয়াদী এ ঋণের সুদের বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে পরিশোধ করবে।

অক্টোবর থেকে আবেদন করা যাবে, কার্যক্রম শুরু হবে নভেম্বরে। প্রথমে অটোমেশনের আওতায় আসা মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা- কর্মচারিরা এই সুবিধা পাবেন। বাকি সবার এ সুবিধা পেতে লেগে যাবে দু’বছর।