লবণের ঘাটতির কারণে চামড়া প্রক্রিয়াকরণ নিয়ে শঙ্কা

লবণের ঘাটতির কারণে চামড়া প্রক্রিয়াকরণ নিয়ে শঙ্কা

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

এমনিতেই চামড়া শিল্প পার করছে খারাপ সময়। এর উপর লবণের দাম দ্বিগুণ হওয়ায় নেতিবাচক প্রভাবের  আশঙ্কা। শেষ সময়ে এসে সরকার প্রায় আড়াই লাখ মেট্রিকটন লবণ আমদানির অনুমতি দিলেও তা সময়মতো পৌঁছানো নিয়েও আছে শঙ্কা।

দেশে মোট চামড়ার ৫০ শতাংশ জোগানই আসে ঈদুল আযহায়। আর চামড়া প্রক্রিয়াকরণে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে লবণ। এজন্য কোরবানির ঈদে লবণের চাহিদা বেড়েছে কয়েকগুণ। এই সুযোগকে কাজে লাগিয়ে আরও দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট চক্র। তাই প্রায় প্রতিদিনই বাড়ছে চামড়া প্রক্রিয়াকরণে ব্যবহৃত লবণের দাম ।

কোরবানির ঈদের বাড়তি চাহিদার জন্য এই লবণ আমদানি করে সরকার। কিন্তু গত বছরের মতো এবারও পশুর চামড়া সংরক্ষণের অপরিহার্য উপাদান লবণ আমদানির সিদ্ধান্ত সময়মতো নেওয়া হয়নি। ফলে বিপাকে চামড়া ব্যবসায়ীরা।

এ খাতে সারা বছর প্রায় ৬০ হাজার টন লবণ দরকার হয়। এর মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টন ব্যবহার হয় কোরবানির মৌসুমে। লবণ ব্যবসায়ীরা বলছেন, গত দুই মাস ধরেই লবণের দাম বৃদ্ধি অব্যাহত আছে। গেল এক বছরের ব্যবধানে লবণের দাম বেড়েছে দ্বিগুণের বেশি।

দ্রুত লবণ আমদানির পাশাপাশি বাজার মনিটরিংয়ের দাবি  চামড়া ব্যবসায়ীদের।