লটকনে ফিরেছে ভাগ্য

লটকনে ফিরেছে ভাগ্য

শেয়ার করুন

lotkanএটিএন টাইমস ডেস্ক:

কিশোরগঞ্জের কুলিয়ারচর এবং নরসিংদীর বিভিন্ন এলাকায় লটকনের ভালো ফলন হয়েছে এবার। লটকন চাষে ভাগ্য ফিরেছে অনেকের। দেশের চাহিদা মিটিয়ে এসব এলাকার লটকন রপ্তানি হচ্ছে বিদেশেও।

‘অম্ল-মধুর’ শব্দটি যে ফলটির জন্য সঠিক, সে হলো লটকন। আবহমান বাংলার মোখরোচক ফল। টক-মিষ্টি স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর লটকন। সবার কাছে এর কদর। যদিও এক সময় এ ছিল বুনোফল। লটকন চাষে তাই খুব একটা যত্ন-আত্তি লাগে না। বাড়ির আঙিনা বা ছায়াময় উঁচু জমিতে ফলে ভারানত হয়ে ওঠে লটকন গাছ। সে দৃশ্যও বড় মনোহর।

কিশোরগঞ্জের কুলিয়ারচরের আব্দুল্লাহপুর ও সালুয়া ইউনিয়নে চলতি মৌসুমে লটকনের বাম্পার ফলন হয়েছে। লটকন উৎসবে মেতেছে যেন পুরো এলাকা। লটকন চাষে ভাগ্য খুলেছে এ অঞ্চলের অনেকের। বেড়েছে কর্মসংস্থান। লটকনের জন্য বিখ্যাত নরসিংদী জেলা।

শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলায় বরাবরের মতো এবারও লটকনের ভালো ফলন হয়েছে। বাড়ির আঙ্গিনায় পারিবারিকভাবেই চাষ হচ্ছে লটকন। ভালো ফলন এবং বাজারে ন্যায্য দাম পেয়ে খুশি চাষীরা। শুধু চাষ করেই নয়, লটকন বাজারজাত করেও ভাগ্য খুলেছে অনেক ব্যবসায়ীর। দেশের চাহিদা মিটিয়ে নরসিংদীর লটকন যাচ্ছে বিদেশেও।