রোজায় গরুর মাংসের দাম কেজিপ্রতি ৪৫০ টাকা

রোজায় গরুর মাংসের দাম কেজিপ্রতি ৪৫০ টাকা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোজায় গরুর মাংসের দাম কেজিপ্রতি ৪৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন। নির্ধারিত চেয়ে বেশি দামে কেউ মাংস বিক্রি করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে নগরভবনের মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে মাংসের দাম নির্ধারণ করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মেয়র সাঈদ খোকন।

এ বছর রমজানে দেশি গরুর মাংস প্রতিকেজি ৪৫০ টাকা, বিদেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৭২০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে গত বছরের তুলনায় এবার গরুর মাংসের দাম কেজিপ্রতি কমলো ২৫ টাকা।

২৬ রমজান পর্যন্ত নির্ধারিত দামেই মাংস বিক্রি করতে হবে। সুপারশপগুলোর জন্যও এ দাম প্রযোজ্য বলেও জানান ডিএসসিসি মেয়র। এবার গত রমজানের চেয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সহনীয় থাকবে বলে দাবি করেন মেয়র সাঈদ খোকন।