রিজার্ভ চুরি: মায়া সান্তোসসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রিজার্ভ চুরি: মায়া সান্তোসসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির প্রক্রিয়ায় জড়িত থাকার কারণে আরসিবিসি ব্যাংকের শাখা ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ফিলিপাইনের বিচার বিভাগ।

একই সঙ্গে মুদ্রা রূপান্তরকারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিসেস-এর দুই মালিক সালুদ বাতিস্তা ও মাইকেল বাতিস্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের প্রতিষ্ঠানটি্ও বন্ধ করে দেওয়া হয়েছে। সবার বিরুদ্ধে অ্যান্টি-মানি লন্ডারিং বা অর্থ পাচারবিরোধী আইন লঙ্ঘনের দায়ে আটটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

তবে অন্যতম অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং ও ওয়েকাং জুর বিরুদ্ধে পর্যান্ত তথ্য-প্রমাণ না থাকায়, তাদের অব্যাহতি দিয়েছে ফিলিপাইনের বিচার বিভাগ। একে স্বাগত জানিয়ে সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সায়েম মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আশা করেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি যায়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে আর ২ কোটি ডলার যায় শ্রীলঙ্কায়।