রাশিয়াকে শীর্ষ পাঁচ অর্থনীতির দেশে পরিণত করতে চান পুতিন

রাশিয়াকে শীর্ষ পাঁচ অর্থনীতির দেশে পরিণত করতে চান পুতিন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি চান তার দেশ বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির দেশে পরিণত হোক। বৃহস্পতিবার তিনি তার বার্ষিক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা খুব ভালভাবেই আমাদের দেশকে বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির দেশে পরিণত করতে পারি। আমি মনে করি, আমরা সেটাই করবো। এছাড়া এসময় তিনি চীনের অর্থনীতির ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন বিগত ৪০ বছরে চীন তাদের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। এছাড়া পুতিন তার দেশের সামরিক শক্তি আরো শক্তিশালী করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেন জানান।