মাছ-মুরগিতে সাবলম্বী সিলেটের অনেক বেকার

মাছ-মুরগিতে সাবলম্বী সিলেটের অনেক বেকার

শেয়ার করুন

পোল্ট্রি ও মাছ চাষ ২

সিলেট প্রতিনিধি:

পোল্ট্রি ফার্ম আর মাছ চাষ করে সাবলম্বী সিলেটের অনেক বেকার তরুণ। এখানে উৎপাদিত মাংস, ডিম ও মাছ মানুষের পুষ্টির চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এই শিল্পে।

সিলেটের সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের টিলাঘেরা গ্রাম উমদারপাড়া। এ গ্রামের তরুণ নজরুল ইসলাম একসময় ছিলেন বেকার। আর্থিক অস্বচ্ছলতায় পড়ালেখাও করতে পারেন নি।

২০১২ সালে যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে শুরু করলেন নতুন পরিকল্পনা। শুরুটা অল্প হলেও এখন তার ৬টি ছোট বড় পুকুরে মাছের চাষ আর রয়েছে তিনটি পোল্ট্রি ফার্ম। বছরে আয় লাখ লাখ টাকা।

নজরুলের সাথে যুক্ত হয়েছেন আরও ৬ জন। তাদের প্রতিষ্ঠিত ইনসাফ পোল্টি এন্ড ফিসারি পথ দেখাচ্ছে অন্য তরুণদের। তবে মাঝে মাঝে নানা সমস্যায়ও পড়তে হয় তাদের।

তরুণদের এই অনুকরণীয় উদ্যোগে আশাবাদী অনেকেই। প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুব উন্নয়ন কর্মকর্তা।