মাংসবাবদ বড় অঙ্কের অর্থ ব্যায় করে অস্ট্রেলিয়ানরা

মাংসবাবদ বড় অঙ্কের অর্থ ব্যায় করে অস্ট্রেলিয়ানরা

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক:

প্রতি সপ্তাহে বাড়ির জন্য মাংস কেনা বাবদ বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেন অস্ট্রেলিয়ানরা। সোমবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে, দেশটিতে বাড়ির জন্য মাংস কেনায় সপ্তাহে ২৮ কোটি ২০ লাখ ডলার (৩৭ কোটি ৮০ লাখ অস্ট্রেলিয়ান ডলার) ব্যয় করা হয়। খবর সিনহুয়া।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের যে কোনো জাতির চেয়ে অস্ট্রেলিয়ানরা প্রচুর পরিমাণ মাংস খেয়ে থাকেন। প্রতি সপ্তাহে সাড়ে চার বেলার মাংসযুক্ত খাবারের জন্য পরিবারগুলো গড়ে ৩৪ ডলার ৩০ সেন্ট (৪৬ অস্ট্রেলিয়ান ডলার) ব্যয় করে। দেশটির ৪৭ শতাংশ মানুষ মুরগীর মাংস পছন্দ করে। অন্যদিকে নিউ সাউথ ওয়েলসে বসবাসকারীরা ভেড়ার মাংস বেশি পছন্দ করেন। তবে রাজধানীতে বসবাসকারীদের মাংস খাওয়ার হার বাকিদের চেয়ে অনেক বেশি। তারা প্রতি সপ্তাহে গড়ে সাড়ে পাঁচ বেলা বা তারও বেশি মাংস খেয়ে থাকেন। জার্মান সুপারমার্কেট জায়ান্ট আলদির অস্ট্রেলিয়ান শাখা জরিপটি পরিচালনা করেছে।

গত দশকে মাংসের দাম বাড়া সত্ত্বেও অস্ট্রেলিয়ানরা লাল মাংসের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে সর্বদা প্রস্তুত রয়েছে। গত এক দশকে অস্ট্রেলিয়ান মাংস শিল্পের মূল্য আনুমানিক ৩৭৪ কোটি ডলার থেকে বেড়ে ৫৯৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। গরু বা ভেড়া- অস্ট্রেলীয়দের খাবার টেবিলের তালিকায় মাংসই প্রধান।