মংলা বন্দর ব্যবহারে বছরে আয় বাড়বে দ্বিগুন

মংলা বন্দর ব্যবহারে বছরে আয় বাড়বে দ্বিগুন

শেয়ার করুন

মংলা প্রতিনিধি:

ভারত-নেপাল-ভুটানসহ পার্শবর্তীদেশগুলো মংলা সমুদ্র বন্দর ব্যবহার শুরু করলে বন্দরটির আয় বছরে দ্বিগুন হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের।

বর্তমানে নেপাল ভুটান আমদানী-রপ্তানী বানিজ্য ‘ব্যয় বহুল’ ভারতের হলদিয়া বন্দরের উপর নির্ভরশীল। ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী বাংলাদেশে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ভারত-নেপাল-ভুটান এই তিনটি দেশ দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে মংলা বন্দর ব্যবহারের সুযোগ পাচ্ছে।

এই তিন দেশের আমদানী-রপ্তানীর জন্য প্রয়োজনীয় কার্গো, লাইটারেজ জাহাজ ও জেটির ইয়ার্ডসহ মংলা বন্দরে প্রয়োজনীয় অবোকাঠামো এরই মধ্যে প্রস্তুত। বন্দটির ব্যবহারের জন্য এরই মধ্যে এই সমঝোতা স্মারকের আলোকে ভারতের সঙ্গে আলোচনাও শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।