ভোলার ‘শাহবাজপুর ইস্ট-১’ ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু

ভোলার ‘শাহবাজপুর ইস্ট-১’ ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু

শেয়ার করুন

ভোলা প্রতিনিধি :

ভোলার ‘শাহবাজপুর ইস্ট-১’ ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড গ্যাস উত্তোলনের কাজ করছে।

গ্যাসক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান জানান, ক্ষেত্রটিতে অন্তত ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। ড্রিল স্টেম টেস্টের মাধ্যমে গ্যাস উত্তোলন করা হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের এই ক্ষেত্রটিতে গ্যাসের চাপ প্রায় পাঁচ হাজার পিএসআই। এছাড়া আগামী মাসে ভোলা সদরের ভেদুরিয়ায় ‘ভোলা নর্থ’ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হবে। গত ২৩ অক্টোবর নতুন এ গ্যাসক্ষেত্রটি আবিষ্কারের খবর প্রকাশ করে সরকার।