ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ নিয়ে ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে আজ কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওই সভায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব জানায়, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো জনগণের জন্য অসহনীয়। পরিকল্পনা সুষ্ঠু হলে বিদ্যুতের দাম কমানো সম্ভব বলে জানান ক্যাব সভাপতি গোলাম রহমান। পরে প্রতিমন্ত্রী জানান, এককভাবে সবচেয়ে বেশি অর্থাৎ মোট উৎপাদনের ২৫ শতাংশ বিদ্যুতই ব্যবহৃত হয় ঢাকায়।

বিদ্যুৎ নিয়ে ভোক্তাদের অসন্তোষের কথা স্বীকার করে তিনি, এ খাতে দক্ষ মানবসম্পদের অভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।