ভেজালবিরোধী অভিযানে প্রমাণ সাপেক্ষে জরিমানা করার আহবান

ভেজালবিরোধী অভিযানে প্রমাণ সাপেক্ষে জরিমানা করার আহবান

শেয়ার করুন

86f7b45acc94a5007221748e5d47c1b2-5afda357f08a3নিজস্ব প্রতিবেদক :

ভেজাল বিরোধী অভিযানে পরীক্ষা নিরীক্ষা করে প্রমান সাপেক্ষে সাজা বা জেল জরিমানা দেয়ার দাবি ভুক্তভোগি ব্যবসায়ীদের। না হলে অনেক ক্ষেত্রেই আইনের ভুল প্রয়োগ হতে পারে ক্ষতিগ্রস্থ হয় ব্যবসায়ীরা।

বিভিন্ন প্রতিষ্ঠানে, ফলের আড়তে, সুপার শপ গুলোতে নানা ধরনের অনিয়মের কারনে প্রায়শই মোবাইল কোর্ট পরিচালনা করছেন র‌্যাব, পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষণসহ সরকারী বিভিন্ন সংস্থা। রমজান উপলক্ষ্যে এ ধরনের অভিযান আরও বাড়ানো হয়েছে। নানা অনিয়মের কারনে ব্যবাসায়ীদের করা হচ্ছে জরিমানা, দেওয়া হচ্ছে জেল। এতে লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা।

রমজান শুরুর পর ১৫ দিনেই রাজধানীর বিভিন্ন জায়গায় নষ্ট করা হয়েছে কয়েকশো মন আম, কয়েকশো কেজি খেজুর ও কলা। এসব অভিযান নিয়ে ব্যাবসায়ীদের মধ্যে রয়েছে নানা ধরনের অভিযোগ।

তাই ব্যবসায়ী নেতাদের পরামর্শ এ ধরনের অভিযানে সুস্পষ্ট যাচাই বাছাই শেষে জেল জরিামানা দেওয়া হোক। বাড়ানো হোক এর পরিধি।