ব্রেক্সিট নিয়ে সতর্ক বাংলাদেশ, ফলাফল বুঝতে সময় লাগবে

ব্রেক্সিট নিয়ে সতর্ক বাংলাদেশ, ফলাফল বুঝতে সময় লাগবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুরু হবে বুধবার। লিসবন চুক্তির ১৫ অনুচ্ছেদ কার্যকরের মধ্য দিয়ে ব্রেক্সিট কার্যকরের ২ বছরব্যাপী প্রক্রিয়া শুরু হবে। বিষয়টি নিয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। তবে এই কর্যক্রমের প্রভাব বাংলাদেশ পাবে এমনটা ভাবছেন না কেউই।

ইউরোপীয় ইউনিয়নের সাথে ২৩ বছরের পথচলার পর অভিবাসন, কর্মসংস্থান আর বৈদেশিক বাণিজ্য ঘাটতির মতো ইস্যুতে গেল বছর জোট ছাড়তে চায় ব্রিটেনবাসী। ব্রিটেন জনগণের মতামত  যাচাইয়ে ২০১৬ সালের ২৩ জুন ভোট অনুষ্ঠিত হয়। যেখানে ব্রিটেনের ৫২ শতাংশ ভোটার মত দেন, ইইউ থেকে নিজ দেশের নাম কাটার।

পরাজয়ে শোকে ডেভিড ক্যামেরুন গদি ছাড়লে, যুক্তরাজ্যের ৭৬ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন  থেরেসা মে। এরপরও চলতে থাকে আলোচনা-সমালোচনা আর বিতর্ক। সেই বিতর্কে গরম ছিলো ব্রিটেনের সংসদও। এর ঠিক প্রায় ৯ মাসের মাথায় থেরেসা মে বিচ্ছেদের দিনক্ষণ জানান। লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ কার্যকর মাধ্যমে যার শুরু ২৯ মার্চ।

ব্রিটেন এ দেশের বৈদেশিক আয়ের বড় বাজার। একইসাথে বিপুল সংখ্যক বাংলাদেশী অভিবাসীও থাকে দেশটিতে। তাই সবার কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। যার ফলও মিলেছে, গেল মাসে কমেছে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয়।

তবে দেশের অর্থনীতিবিদরা বলছেন ২ বছরব্যাপী এ বিচ্ছেদ প্রক্রিয়া নিয়ে এক্ষুনি সিদ্ধান্তে আসা সঠিক হবে না। তবে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।