ব্রিটিশ ও ফিনিশ দুই অধ্যাপকের অর্থনীতিতে নোবেলপ্রাপ্তি

ব্রিটিশ ও ফিনিশ দুই অধ্যাপকের অর্থনীতিতে নোবেলপ্রাপ্তি

শেয়ার করুন

3931বিশ্ব সংবাদ ডেস্ক:

বাজার অর্থনীতির চালিকাপ্রবাহে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অর্থনীতিতে নোবেল পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং ফিনল্যান্ডের বেঙ্গট হোল্‌মস্ট্রম।

3472অলিভার হার্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এবং হোল্মস্ট্রোম ম্যাসাচুয়েটস ইন্সটিটিউট অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সোমবার সুইডিশ নোবেল কমিটি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করেন। তারা জানায়, বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কন্ট্রাক্ট থিওরিতে অবদানের কারণে এই দুই বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।