ব্রিকস সম্মেলন শুরু, সন্ত্রাস দমনে ভূমিকা রাখার আহবান মোদির

ব্রিকস সম্মেলন শুরু, সন্ত্রাস দমনে ভূমিকা রাখার আহবান মোদির

শেয়ার করুন

brics-goa-759

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের অন্যতম অর্থনীতির জোট ব্রিকসের আনুষ্ঠানিক সম্মেলন শুরু হয়েছে ভারতের সমুদ্র শহর গোয়ায়। রোববার দুপুরে এই সম্মেলন শুরু হয়।

এতে অংশ নিচ্ছেন ব্রিকস অন্তর্ভুক্ত দেশ- ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেতারা। সম্মেলন শুরুর আগে, তাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ পর্যন্ত পাওয়া খবরে, আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে করণীয় সম্পর্কে ক্ষমতাধর পাঁচ নেতার মধ্যে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় সভাপতিত্ব করা নরেন্দ্র মোদি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেছেন, প্রতিবেশী একটি দেশ সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে। যা প্রতিবেশী সব দেশের জন্যই হুমকি।

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা এটা করছে। এই হুমকির বিরুদ্ধে ব্রিকস জোটকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। নিজেদের সুরক্ষার জন্য সন্ত্রাসবাদ দমনে ব্রিকসকে ভূমিকা পালনের আহবান জানিয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়া পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহবানও জানান ভারতের প্রধানমন্ত্রী।