ব্যাংক লুটেরাদের কাঠগড়ার দাড় করানোর ঘোষণা পরিকল্পনামন্ত্রীর

ব্যাংক লুটেরাদের কাঠগড়ার দাড় করানোর ঘোষণা পরিকল্পনামন্ত্রীর

শেয়ার করুন

7985
নিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত বাজেটে ব্যাংকের কর্পোরেট কর হার কমানোর ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত তা নাও কমতে পারে। এমন ইংগিত দিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। অন্যদিকে ব্যাংক লুটেরাদের কাঠগড়ার দাড় করানোর ঘোষণা দিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

রোববার সকালে রাজধানীর লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট সংলাপ অনুষ্ঠানে এমন মতই তুলে ধরলেন সরকারের শীর্ষ পর্যায়ের এই দুই নির্বাহী।

প্রতিবছর বাজেট পেশের পর সিপিডি এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে যাতে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সংলাপে ঘুরে ফিরে বেশি এসেছে আর্থিক খাতের অব্যবস্থার বিষয়টিই। তাছাড়া ব্যাংকের কর হার কমানোর সমালোচনাও উঠে এসেছে।

শিক্ষা স্বাস্থ্য খাতে জিডিপির তুলনায় বরাদ্দ কম থাকা, নির্বাচনী বাজেটেও ভোটারদের খুশি করার তেমন উদ্যোগ না থাকার বিষয়গুলোও তুলে ধরেন অনেকেই। আলোচনায় আসে সুশাসন গনতন্ত্র সহ রাজনৈতিক অর্থনীতির নানা বিষয়ও। যার জবাব দেয়ার চেষ্টা করছেন পরিকল্পনা মন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী।