‘ব্যাংকিং সেক্টর এখন নষ্ট-ভ্রষ্ট রাজনৈতিক অর্থনীতির কবলে’

‘ব্যাংকিং সেক্টর এখন নষ্ট-ভ্রষ্ট রাজনৈতিক অর্থনীতির কবলে’

শেয়ার করুন

CPDনিজস্ব প্রতিবেদক :

ব্যাংকিং সেক্টর এখন নষ্ট-ভ্রষ্ট রাজনৈতিক অর্থনীতির কবলে। আমদানির আড়ালে দেশ থেকে অর্থপাচার হচ্ছে। সকালে মহাখালি ব্র্যাক সেন্টারে বাংলাদেশের অর্থনীতি নিয়ে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থনীতির এমন মুল্যায়ন তুলে ধরে সিপিডি। সংস্থাটি মনে করছে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় চিড় ধরেছে।

বৈদেশিক লেনদেনের বড় সুচক রপ্তানি। আর চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সেই রপ্তানি আয়ই বেড়েছে ৬.৪ শতাংশ। একই সাথে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েছে ১৭.৭ শতাংশ। আছে সাড়ে তিনশ কোটি ডলারের বিদেশী সাহায্য প্রাপ্তির রেকর্ডও। এত কিছুর পরেও ঠিক থাকছে না বৈদেশিক লেনদেনের ভারসাম্য। কারণ এসবের বিপরীতে আমদানিই বেড়েছে সাড়ে ২৪ শতাংশ।

এমন তথ্য উপাত্ত তুলে ধরে সিপিডি বলছে, এটাই এখন বড় আতংক।

সিপিডি বলছে, খেলাপী ঋণসহ ব্যাংক খাতের অনিয়ম বিশৃংখলা সামাল দেয়ার যে চেষ্টা সরকার করছে তা যথেষ্ট নয়।

সিপিডি বলছে দেশ শোভন প্রবৃদ্ধির ধারায় থাকলেও আশানুরুপ নয় কর্মসংস্থান। কমছে না আয় বৈষম্যও। তাই আসছে বাজেটে এসব ব্যাপারে পদক্ষেপ নেয়ার সুপারিশও উঠে আসে সিপিডির সংবাদ সম্মেলন থেকে।