ব্যবসায়ীদের বার্ষিক হিসাব বিবরণী জমা দিতে আপিল বিভাগের নির্দেশ

ব্যবসায়ীদের বার্ষিক হিসাব বিবরণী জমা দিতে আপিল বিভাগের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আয়কর আইন অনুযায়ী ব্যবসায়ীদের বার্ষিক বুকস অব অ্যাকাউন্টস বা হিসাব বিবরণী জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ব্যবসায়ীদের কাছ থেকে আয়কর আদায়ের পরিমাণ অন্তত, হাজার কোটি টাকা বাড়বে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আয়কর আইন অনুযায়ী বুক অব অ্যাকাউন্টস জমা দিতে হবে না বলে ২০০৮ সালে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আজ সকালে আদেশ দেন আপিল বিভাগ।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল জানান, আয়কর জমা দেয়ার সময় অডিট সার্টিফিকেট থাকার পরও, সহায়ক কাগজপত্র না থাকায় রাজস্ব বোর্ড তা গ্রহণ করে না। এ নিয়ে রাজস্ব বোর্ডের বিরুদ্ধে মামলাও করেছেন ব্যবসায়ীরা।

কিন্তু আপিল বিভাগের আদেশের ফলে এখন থেকে বুকস অব অ্যাকাউন্টস জমা দিতে হবে। ২০০৮ সালে হাইকোর্টের দেয়া রায়ের কারণে গত কয়েক বছরে, ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারেনি সরকার।