বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসে সর্বনিম্ন

বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসে সর্বনিম্ন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসে সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়েছে মাত্র দশমিক ৪ শতাংশ।

gold9ডলারের বিপরীতে জ্বালানি তেলের দাম বাড়ায় বিকল্প হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রে সুদহার বৃদ্ধির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম বাড়ার গতি কিছুটা মন্থর।

এদিকে, সরবরাহ কমানোর পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চাহিদা হারিয়েছে স্বর্ণ।

নিউইয়র্ক কমোডিটি এক্সচেঞ্জে মঙ্গলবার স্বর্ণের প্রতি আউন্সের দাম ছিল ১ হাজার ৩১২ ডলার ৭০ সেন্ট। আগের দিনের চেয়ে এ দাম দশমিক ৩ শতাংশ কম।

এদিন, প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ৪৮ ডলার ৮৮ সেন্ট। ফলে স্বর্ণ ও জ্বালানি তেলের এ অনুপাত গত ২৯ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।