বাড়ছে রেমিটেন্স প্রবাহ, কমছে না প্রবাসীদের ভোগান্তির চিত্র

বাড়ছে রেমিটেন্স প্রবাহ, কমছে না প্রবাসীদের ভোগান্তির চিত্র

শেয়ার করুন

qq-1নিজস্ব প্রতিবেদক :

প্রবাসীদের ভোগান্তির চিত্র বদলায়নি খুব একটা। সে বিদেশে দূতাবাসই হোক বা দেশে বিমানবন্দরে, সব জায়গায় একই চিত্র। অথচ অর্থনীতির চাকা ঘুরছে তাদেরই শ্রমে। দেশে আসা রেমিটেন্সের পরিমাণ এখন বিদেশী বিনিয়োগের প্রায় ৭ গুণ।

প্রবাসীদের আয়ে উজ্জল হয়ে উঠছে বাংলাদেশ। গেলো অর্থবছরে তারা পাঠিয়েছেন, দেশের ইতিহাসের দ্বিতীয় সব্বোর্চ্চ রেমিটেন্স, প্রায় দেড় হাজার কোটি ডলার। সবচাইতে বেশি এসেছে সৌদি আরব থেকে। এর পর তালিকায় রয়েছে আরব আমিরাত আর যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, নানা চাপের মধ্যেও অর্থনীতির জন্য এটা ভালো খবর। তারা জানিয়েছেন রেমিটেন্সে এই গতি আসার কারণও।

নানা বিড়ম্বনা আর ভোগান্তিকে সাথী করেই প্রায় এক কোটি বাংলাদেশী এখন বিদেশে। হিসাব বলছে তাদের পাঠানো অর্থের অংক গত বছরের ২১৬ কোটি ডলারের বিদেশী বিনিয়োগের চেয়ে এর ৭ গুন বেশী। বিশ্বব্যাংকের মতে, রেমিটেন্স আয়ে বাংলাদেশ বিশ্বে নবম। আর দক্ষিন এশিয়ায় তৃতীয়। বিশ্লেষকরা বলছেন, কিছু পদক্ষেপ নিলে আয় আরো বাড়বে।

সরকার বলছে, এরই মধ্যে নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। যার সুফল ইতোমধ্যেই আসতে শুরু করেছে। রেমিটেন্স বাড়াচ্ছে দেশে বিদেশী মুদ্রার মজুদ। যা দিয়ে সহজেই সম্ভব হচ্ছে আর্ন্তজাতিক লেনদেন। শুধু তাই নয় রেমিটেন্সের এই প্রবাহ বদলে দিচ্ছে গ্রামীন জনপদ, জোরালো করছে দেশের অর্থনীতিকেও।