বাজেট সামনে রেখে পণ্যের দাম বাড়ার আশঙ্কা

বাজেট সামনে রেখে পণ্যের দাম বাড়ার আশঙ্কা

শেয়ার করুন

Mudi-Dokanনিজস্ব প্রতিবেদক :

বাজেট আসলেই নিত্যপণ্যের দাম বাড়বেই সেই ভয় সবার। অথচ প্রতিবছরই বাড়ছে বাজেট বরাদ্দ। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ঘোষনা হয় নানামুখী উদ্যোগের। নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বন্দোবস্তও থাকবে এই বাজেটে ।

উৎসব কিংবা সংকট, যেটি হোক না কেন বাজারে কোন না কোন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়বে, এটা এখন স্বাভাবিক ঘটনা। ক্রেতাদের সামনে বাজার যেন, আজ এটার দাম বাড়লো তা কাল আরেক পণ্যের। আর বাজেটের ঘোষণা সবার চিন্তা এই বুঝি বাড়লো নিত্য পণ্যের দাম।

অথচ প্রতিবছরই বাড়ছে বাজেটের আকার। কর কাঠামোতো অনেক সংস্কার হলেও চাল-ডাল-তেল-আটার পণ্যে নিত্য পণ্যে কখনোই বসে না ভ্যাট-ট্যাক্স। উল্টো এমন নিত্য পণ্যের উৎপাদনে কৃষকদের জন্য থাকে ভর্তুকির। যেমন, গেল অর্থবছরের কৃষির ভর্তুকির পরিমান ৯ হাজার কোটি টাকার বেশী। যা তার আগের বছরের থেকে ৩ হাজার কোটি টাকার বেশী।

চাল-ডাল-তেল-গুড়া দুধের মতো এমন ১২ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে সরকারের বরাদ্দ আর শক্ত মনিটিরং চান ক্রেতারা।

বিশ্লেষকরা মনে করে, সরকারের উদ্যোগের কমতি নেই তবে এসব উদ্যোগ গুণগত বাস্তবায়ন প্রয়োজন। অর্থনীতিবিদ  ড. মোহাম্মদ হেলাল, সরকারের উদ্যোগের গুণগত মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

৭ জুন টানা ১০ বারের মতো বাজেট ঘোষনা করতে যাচ্ছে অর্থমন্ত্রী। টাকা অঙ্কের যা আকার হবে প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা।