বাজেটে কর্পোরেট কর কমানোর দাবি বিজিএমইএ’র

বাজেটে কর্পোরেট কর কমানোর দাবি বিজিএমইএ’র

শেয়ার করুন

muhith-budget-bss-1-wb
নিজস্ব প্রতিবেদক :

আশির দশকে পথচলা শুরুর পর ২০১৭ সালে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি দেশের তৈরী পোশাক খাতের। সেই খরা কাটিয়ে আবারো বেশ শক্তিশালী অবস্থানে এখাতের রপ্তানি বাণিজ্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পোশাক রফতানির মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার অর্জনের র্টার্গেট পুরণে আসছে বাজেটে এখাত সংশ্লিষ্টরা অবকাঠামোগত বিনিয়োগে চান কর অবকাশ সুবিধা।

২০২১-এ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পোশাক রফতানির মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য বাংলাদেশের । এ লক্ষ্য অর্জনে প্রয়োজন ১০ থেকে ১২ শতাংশ প্রবৃদ্ধি। তবে, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১০ মাসেই এ খাতে প্রবৃদ্ধি হয়েছে  ৯ দশমিক ৩৭ শতাংশ।

অন্যদিকে রানাপ্লাজা ট্রাজেডি পরবর্তী কর্মপরিবেশ উন্নয়নে বেড়েছে খরচ। তাইতো অবকাঠামোগত বিনিয়োগে ভ্যাট অব্যাহতি চাইছেন দেশের তৈরী পোশাক কারখানা মালিকরা। কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি এবার এসেছে ব্যবসায়ীদের সব ফোরাম থেকে। বিজিএমইএ-ও যার বাইরে নয়।

প্রায় ৩০ বিলিয়ন ডলার পোশাক রপ্তানির মাধ্যমে, আড়াই হাজার কোটি টাকার উৎসে কর পায় রাষ্ট্র। এ উৎসে করেও ছাড় চান তারা।

একই সঙ্গে কর আদায়ে আধুনিকতা ও হয়রানি বন্ধের দাবি করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ।