প্রায় ১৩ হাজার কোটি টাকার সাতটি প্রকল্প একনেকে অনুমোদন

প্রায় ১৩ হাজার কোটি টাকার সাতটি প্রকল্প একনেকে অনুমোদন

শেয়ার করুন

Ecnec_0
নিজস্ব প্রতিবেদদক :

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করাসহ মোট সাতটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের চলতি অর্থ বছরের আষ্টম এবং সরকারের ৮৯তম এই সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, অনুমোদিত সাতটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮৯৪ কোটি এক লক্ষ টাকা। অপর প্রকল্প মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে -ঢাকা ও রংপুর আবহাওয়া রাডারের উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন একাডমি প্রতিষ্ঠাকরন এবং খুলনার জলাবদ্ধতা রোধে ভদ্রা ও সালতা নদী পুন:খনন।