প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয়: সুজন

প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয়: সুজন

শেয়ার করুন

1-20180423154038নিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয়, অল্প কিছু শ্রেণিকে তুষ্ট করবার জন্য বললেন সুশাসনের জন্য নাগরিক-সুজন।

সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবে ‘প্রস্তাবিত বাজেট, নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, অর্থনৈতিক বৈষম্য ও অন্যান্য কর্মসংস্থানের জন্য বাজেটে কোনো বার্তা নেই। প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তরা বেশী শোষিত হবেন বলেও মত দেন বক্তারা।

এনবিআরকে সরকার টার্গেট দিলেও, তা গতবারের সংশোধিত টার্গেটের তুলনায় ৯৩ হাজার কোটি টাকারও বেশী উল্লেখ করে বক্তারা। বলেন, টার্গেট পূরণে ঢাকার বাইরে দৃষ্টি দেয়ার পাশাপাশি ট্যাক্সের জাল বাড়াতে হবে।