প্রশ্নের মুখে নতুন ব্যাংকগুলো, অনুমোদন পাচ্ছে আরও দুটি

প্রশ্নের মুখে নতুন ব্যাংকগুলো, অনুমোদন পাচ্ছে আরও দুটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রতিষ্ঠার চার বছরের মধ্যেই প্রশ্নের মুখে নতুন ব্যাংক। নানা অভিযোগ। এমন বাস্তবতায় আর কোনো নতুন ব্যাংক নয় বলে মত বিশ্লেষকদের।

বিতর্ক পিছু ছাড়ছে না নতুন ব্যাংকগুলোর। অনুমোদন থেকে যে বিতর্কের শুরু, কার্যক্রমে এসে সেটিই পেয়েছে নতুনমাত্রা। বলতে গেলে অনেকটা রাজনৈতিক বিবেচনাতেই ২০১২ সালে অনুমোদন পায় নতুন নয়টি ব্যাংক। কার্যক্রম শুরুর তিন বছরেই খেলাপি ঋণ বেড়েছে, বাড়ছে পরিচালন ব্যয়। এমনকি নিয়ম না মানার আছে অনেক উদাহরণও।

নতুন ব্যাংকগুলো নিয়েই যখন এত প্রশ্ন তখন আবারও শোনা যাচ্ছে নতুন আরও দুটি ব্যাংকের অনুমোদন দেয়ার কথা। বাড়তে পারে সংখ্যাও। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট- বিআইবিএমের এক জরিপ বলছে,  দেশের ৯৫ % ব্যাংকারই চান না দেশে নতুন করে আর কোনো ব্যাংক হোক। ৫৫ শতাংশ গ্রাহকও নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিপক্ষে। তাই ব্যাংক বিশ্লেষক আর বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবেই আর নতুন ব্যাংক নয়। বরং বাড়ানো যেতে পারে ব্যাংকের শাখা ।

বিশ্লেষকদের পরামর্শ, নতুন ব্যাংক গুলোর মধ্যে যারা খারাপ করছে, তারা বরং অন্য ব্যাংকগুলোর সাথে একীভুত হতে পারে।