পেঁয়াজের ঝাঁঝে পুড়ছে সাধারণ মানুষ

পেঁয়াজের ঝাঁঝে পুড়ছে সাধারণ মানুষ

শেয়ার করুন

1495542682নিজস্ব প্রতিবেদক :

এমনিতে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। চালের দাম আকাশ ছোঁয়া। সেই বাজারে এখন নতুন করে ভোগাচ্ছে পেঁয়াজে ঝাঁঝ। গত এক সপ্তাহ কেজি প্রতি পেঁয়াজের পাইকারি দাম ঘুরছে ৮০ টাকার আশপাশে। খুচরা পর্যায়ে যা বিক্রি হচ্ছে ৯০ টাকা পর্যন্ত।

রাজধানীর বাজারগুলোতে এখন নিয়মিতই দ্রব্যমূল্য বৃদ্ধির রেকর্ড গড়ে। প্রতি সপ্তাহেই দামের রেকর্ড করছে কোন না কোন নিত্য পণ্য।নিচে। এ সপ্তাহ কাচা মরিচ তো পরে পরের সপ্তাহে পেঁয়াজ। আলু, ফুলকপি আর পেঁপে ছাড়া কোন কাঁচা সবজি নেই ৫০ টাকার নিচে।

চালবাজি ঠেকাতে বহু হাঁকডাক হলেও ফলাফল শূন্য।চালের দাম যখন বেড়েছিলো তখন বেড়েছিলো কেজিতে ১০টাকা। আর কমার বেলায় ১/২টাকা।এরই মধ্যে গেল এক সপ্তাহে ক্রেতাদের কপালে চিন্তার আরেক ভাঁজ পেঁয়াজের দাম নিয়ে। গত এক সপ্তাহে পেঁয়াজের পাইকারিই দাম বেড়েছিলো ২০ টাকা ! দাম নিয়ে বাজারে আড়তদারের গলায় সেই ভাঙ্গা টেপ রেকর্ড ‘সরবরাহ নেই। বন্যায় হয়েছে ক্ষতি। আমদানিও কম।’

সাধারণ মানুষের দায়িত্ব নেবার কেউ নেই। দাম বাড়লে বেশী দামেই কিনতে হয় এর বাইরে কম খাওয়া ছাড়া আর কি বুদ্ধিই থাকতে পারে।