নির্ধারিত সময়েই কার্যকর করা হবে নতুন ভ্যাট আইন

নির্ধারিত সময়েই কার্যকর করা হবে নতুন ভ্যাট আইন

শেয়ার করুন

এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমাননিজস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময়ের মধ্যেই নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট অনলাইন নিয়ে কর্মশালার সমাপনীতে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নতুন আইন নিয়ে যাতে ব্যবসায়ীদের মধ্যে কোন ধরনের বিভ্রান্ত সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে দ্রুতই দেশের বিভাগীয় অঞ্চলগুলোতেও এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। নতুন ভ্যাট আইন ও অনলাইন ভ্যাট আইন নিয়ে ৩ দিন ব্যাপী এই কর্মশালায় মোট ৩২ জন ব্যবসায়ীনেতা অংশ নেন।