নিম্নমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার

নিম্নমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার

শেয়ার করুন

gold-pic সোনাঅর্থনীতি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী সভা সামনে রেখে স্বর্ণের বাজার নিম্নমুখী হয়ে উঠেছে। আগামী সপ্তাহে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার মার্কেটে স্বর্ণের দাম কমেছে প্রায় ১ শতাংশ। এদিন প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৩০৯ দশমিক ২৯ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রে অর্থনীতি-সংক্রান্ত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে দেশটিতে প্রত্যাশার চেয়ে স্বর্ণের খুচরা বিক্রি কমেছে।

ডিসেম্বর নাগাদ সুদহার সামান্য পরিমাণ বাড়ানো হলে তা স্বল্পমেয়াদের জন্য স্বর্ণের বাজারকে দুর্বল করে তুলবে। এখন পর্যন্ত আগামী সপ্তাহে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ।

তবে কমার্স ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামীতে স্বল্পমেয়াদে হলেও স্বর্ণের বাজার চাপে থাকবে। এদিকে মধ্য শারদীয় উত্সব উপলক্ষে চীনের বাজার রোববার থেকে বন্ধ হয়ে যাবে। স্বর্ণ আমদানি কমেছে ভারতেও।