‘দেশের পুজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে’

‘দেশের পুজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দেশের পুজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বিদেশী বিনিয়োগের পরিবেশ এখন চমৎকার বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে বিভিন্ন দেশের যে আগ্রহ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ এই সরকারই সৃষ্টি করেছে বলে মনে করেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১০ তলা নতুন ভবনের ফলক উন্মোচন ও দেশব্যাপী ফিনানশিয়ালল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী নবনির্মিত এই ভবনের ফলক উন্মোচন করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই অনুষ্ঠানে দেশব্যাপী ফিনানশিয়ালল লিটারেসি কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

দেশের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অফিস ভবন নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী ২০১৩ সালের ২৪ নভেম্বর এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।