দর পড়ে যাওয়ায় বিভিন্ন জেলার গোডাউনে পড়ে আছে চামড়া

দর পড়ে যাওয়ায় বিভিন্ন জেলার গোডাউনে পড়ে আছে চামড়া

শেয়ার করুন

Leather20180827102746এটিএন টাইমস ডেস্ক :

দর পড়ে যাওয়ায় বিভিন্ন জেলার গোডাউনে পড়ে আছে মূল্যবান চামড়া। ক্ষতির মুখে পড়ে, পরস্পরকে দুষছেন মৌসুমী ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা। সেইসঙ্গে চামড়া পাচারের আশংকাও করছেন তারা।

দেশের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথে এবার আমদানী কম। আবার যে চামড়া এসেছে তার দামও পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। এরকম অবস্থায় চামড়া পাচার হয়ে যাওয়ার আশংকাও করছেন চামড়া ব্যবসায়ীরা।

নাটোরজেলা চামড়া ব্যাবসায়ী গ্রুপের উপদেষ্টা মঞ্জুরুল আলম জানান, এবার চামড়ার দাম পাচ্ছি না। তাই তামড়া পড়ে আছে গুদামে।

ভৈরবের গুদামগুলোতে লবণ দিয়ে রাখা হয়েছে কাঁচা চামড়া। মৌসূমী ব্যবসায়ীরা চেয়ে বেশি দামে কোরবানির পশুর চামড়া কিনে এখন সরকারি মূল্যেও ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে পারছেন না।

চরম অনিশ্চয়তায় পড়েছেন শেরপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ীরাও । দাম তো পাচ্ছেনই না। আবার লবণের দাম বেড়ে যাওয়ায় গুদামজাত করার খরচও বেশি হচ্ছে।

সিন্ডিকেট ভেঙ্গে চামড়া শিল্পকে বাঁচাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। না হলে ভবিষ্যতে এ শিল্প হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।