ডিসেম্বরের পর আর বাংলাদেশে কাজ করবে না অ্যালায়েন্স

ডিসেম্বরের পর আর বাংলাদেশে কাজ করবে না অ্যালায়েন্স

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ডিসেম্বরের পর আর বাংলাদেশে কাজ করবে না অ্যালায়েন্স। এই সময়ের মধ্যেই সংস্থাটির আওতাভুক্ত কারখানাগুলোর সংস্কার শেষ হবে বলে মনে করেন এর নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টির।

রোববার বিকেলে ঢাকার ওয়েস্টিন হোটেলে শ্রমিকদের সহযোগিতার জন্য, ‘আমাদের কথা’ নামের হেল্পলাইন প্রকল্পের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সংস্থাটি। সেখানে জানানো হয় এই সেবা চালুর পর থেকে ১ হাজারের বেশী কারখানা থেকে ২লাখ ৩৩হাজারের বেশী কল এসেছে।

আর শ্রমিকদের এসব সমস্যার ৮০ ভাগই সমাধান করেছে কারখানা মালিকরা। এসময় মরিয়ার্টি জানান, বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপদ হয়েছে। তবে এগুলোর সঠিক মনিটরিং দরকার বলে তিনি উল্লেখ করেন।