‘ডিজিটাল প্রক্রিয়ায় অবৈধ লেনদনের কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে’

‘ডিজিটাল প্রক্রিয়ায় অবৈধ লেনদনের কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে’

শেয়ার করুন

ac16550b2c56d76718ea3ade4a1437bb-Newsshobshomoycomjpg_2015-07-02_16-03-34নিজস্ব প্রতিবেদক :

প্রবাসীদের আয় ডিজিটাল প্রক্রিয়ায় অবৈধ পথে লেনদনের কারণেই দেশের সার্বিক রেমিট্যান্স প্রবাহ কমেছে। তাই মোবাইল ব্যাংকিং সেবার ব্যাপক সম্ভাবনা থাকলেও সহসাই এই সেবার উপর থেকে নজরদাড়ি কমাতে চায় না ব্যাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ইউএসসিডিএফ আয়োজিত ‘আর্থিক সেবা উন্নয়নে প্রযু্ক্তির ব্যবহার: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা জানান তিনটি প্রতিষ্ঠানের একচেটিয়া ব্যবসায় কারণে মোবাইল ব্যাংকিংয়ের প্রকৃত সুবিধা সবাই পাচ্ছেনা।

অন্যদিকে ১৯টি ব্যাংক মোবাইল ব্যাংকিং এর লাইসেন্স নিলেও কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়িতে আগ্রহ দেখাচ্ছে না অনেকেই। এছাড়া দেশের মোবাইল নেটওয়ার্ক এখনো শক্তিশালী অবস্থায় পৌছেনি বলে কাঙ্খিত প্রবৃদ্ধি হচ্ছে না মোবাইল ব্যাংকিং খাতে।

অনুষ্ঠানে এই খাতের সাথে সংশ্লিষ্টরা মোবাইল ব্যাংকিংকে পৃথক খাত হিসেবে বিবেচনার আহ্বান জানান।  তবে সংশ্লিষ্টদের এতো কড়াকড়ির অভিযোগে জবাবে কেন্দ্রীয় ব্যাংকের জানায় এতোকিছুর মধ্যেই ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার হচ্ছে।