ডলারের দুর্বল অবস্থানে চাঙ্গা স্বর্ণের বাজার

ডলারের দুর্বল অবস্থানে চাঙ্গা স্বর্ণের বাজার

শেয়ার করুন

gold9নিজস্ব প্রতিবেদক:

মার্কিন ডলারের দুর্বল অবস্থানে চাঙ্গা হয়ে উঠেছে স্বর্ণের বাজার। আগের দিন দাম কমলেও বুধবার মূল্যবৃদ্ধিতে পণ্যটির লেনদেন শেষ হয়েছে। মার্কেটওয়াচ অনুসারে, দিন শেষে পণ্যটির দাম ৩ দশমিক ৭০ ডলার বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ২৯৪ দশমিক ৭০ ডলারে স্থির হয়।

আগের দিন পণ্যটির দাম দশমিক ৪ শতাংশ কমেছিল। যদিও সোমবার স্বর্ণের দাম ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে পৌঁছে যায়, যা জুনের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড। বুধবার আইসিইতে ডলার সূচক দশমিক ৪ শতাংশ কমেছে।

এ কারণে স্বর্ণের দাম বেড়েছে। গত সপ্তাহে মার্কিন সরকারের অর্থনৈতিক এজেন্ডা নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর প্রথমবারের মতো স্বর্ণের দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যায়।

পলিটিকোর এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন সরকার ও কংগ্রেস নেতারা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কর ব্যবস্থা পুনর্গঠন পরিকল্পনা তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন। এ খবর প্রকাশের পরই ডলার চাঙ্গা হয়ে উঠলেও স্বর্ণের বাজার নিষ্প্রভ হয়ে পড়ে।