জেট ফুয়েলের দামও লাগামহীন, পাল্লা দিয়ে বাড়ছে বিমান ভাড়া

জেট ফুয়েলের দামও লাগামহীন, পাল্লা দিয়ে বাড়ছে বিমান ভাড়া

শেয়ার করুন

zet

নিজস্ব প্রতিবেদক।।

বর্তমানে অন্যান্য সব পণ্যের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বিমান চালানোর জেট ফুয়েলের দাম। তাই যাইচ্ছে সেভাবে বাড়ছে বিমানের ভাড়াও।

সংশি্লষ্টরা জানিয়েছে, দুই বছর আগে জেট ফুয়েল প্রতি লিটারের দাম ছিল মাত্র ৪৬ টাকা। এখন একই ফুয়েলের সরকার নির্ধারিত দাম ১০৬ টাকা লিটার। এভাবে গত ১৮ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় ১২২ শতাংশ।

এতে যাত্রী পরিবহন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলো। দেড় বছর আগে যে রুটের ভাড়া ছিল আড়াই হাজার বা এর একটু বেশি, সেই ভাড়া গিয়ে ঠেকেছে প্রায় পাঁচ হাজারে। ফলে যাত্রীদের ওপর চাপছে বাড়তি ভাড়ার বোঝা।

এদিকে প্রতি মাসে ধাপে ধাপে জেট ফুয়েলের দাম বাড়ায় দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ক্রমান্বয়ে বাড়ছে। এতে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট ও যাত্রী সংখ্যা কমছে।

এভাবে চলতে থাকলে দেশের বিমান সংস্থাগুলো মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখন করোনার আগের তুলনায় ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে।

দেশের এয়ারলাইন্সগুলো বলছে, প্লেন ভাড়ার ৪০ শতাংশ নির্ধারণ হয় জেট ফুয়েলের ওপর। গত প্রায় দুই বছরে এই জেট ফুয়েলের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। এতে অভ্যন্তরীণ রুটে ভাড়াও বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ।

এভাবে বাড়তে থাকলে আকাশপথে যাতায়াতে যাত্রীদের ব্যয় আরও বাড়বে। তৈরি হবে নেতিবাচক ধারণা। এক পর্যায়ে এয়ারলাইন্সগুলো মুখ থুবড়ে পড়বে। তাই সরকারকে ভর্তুকি দিয়ে হলেও জেট ফুয়েলের দাম কমানো উচিত।