ছয় হাজার চীনা পণ্যের উপর যু্ক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ

ছয় হাজার চীনা পণ্যের উপর যু্ক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ

শেয়ার করুন

_103471908_gettyimages-871917758-1বিশ্বসংবাদ ডেস্ক :

চীনা পণ্যের ওপর নতুন করে ২০ হাজার কোটি ডলার মূল্যের শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে প্রায় ছয় হাজার পণ্যের ওপর ও শুল্ক আরোপ করা হলো।

দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের শুল্ক আরোপের পদক্ষেপ এটি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। হাতব্যাগ, চাল ও টেক্সটাইলের মতো পণ্যগুলোর ওপর শুল্ক আরোপিত হবে। স্মার্ট ওয়াচ ও হাই চেয়ারের ওপর শুল্ক আরোপ হবে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
_103471756_4252f405-e1b9-4c76-93c2-936ddcd51242প্রথমে পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে আর আগামী বছরের শুরু থেকে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। দুই দেশ চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এ শুল্ক বহাল থাকবে।

যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করে রেখেছে চীন। তবে চীনকে হুঁশিয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাল্টা ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রও অবিলম্বে তৃতীয় অধ্যায়ের ব্যবস্থা নিতে শুরু করবে। এর মানে হলো চীনা পণ্যের ওপর আরও ২৬ হাজার ৭শ কোটি ডলার শুল্ক আরোপ করা হবে।