চোরাকারবারিরা নিয়ন্ত্রণ করছে দেশের স্বর্ণ বাজার: টিআইবি

চোরাকারবারিরা নিয়ন্ত্রণ করছে দেশের স্বর্ণ বাজার: টিআইবি

শেয়ার করুন

সোনা
নিজস্ব প্রতিবেদক :

চোরাকারবারিরাই নিয়ন্ত্রণ করছে দেশের স্বর্ণ বাজার। এখানে সরকারের কার্যত কোন নিয়ন্ত্রণ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির গবেষণায় উঠে এসেছে এসন তথ্য। সংস্থাটির গবেষণা অনুযায়ী, গত চার বছরে বিমানবন্দর থেকেই আটক হয়েছে প্রায় ১৭ লাখ কেজি স্বর্ণ।

আকাশ পথে প্রতিদিনই আসছে অবৈধ স্বর্ণ। দেশের বিমানবন্দর গুলো যেনো স্বর্ণের ক্ষনি। কর্তৃপক্ষের শতর্ক চোখ সহজেই ফাকি দিচ্ছে চোরা কারবারিরা। আবার ধরাও পরছে কিছু কিছু। সবশেষ গত ১৩ নভেম্বর পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। এমনই বাস্তবতায় টিআইবি জানিয়েছে: বৈধ পথে আমদানি না হওয়ায় স্বর্ণখাত থেকে সরকার বছরে এক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দেশে দৈনিক ২৫ কোটি টাকার স্বর্ণ লেনদেন হয়। চাহিদার সিংহভাগ স্বর্ণ আসে চোরাচালানের মাধ্যমে।

তিনি বলেন, স্বর্ণখাত জবাবদিহিতাহীন, অনিয়ম দুর্নীনিতিতে বিপর্যস্ত এখাত।

যদিও এতথ্য ভিত্তিহীন দাবি স্বর্ণ ব্যবসায়িদরে। টিআইবির গবেষণায় বলা হয়, সংশ্লিষ্টদের ধারণায় বছরে স্বর্ণের চাহিদা সর্বনিম্ন ২০ টন থেকে সর্বোচ্চ ৪০ টন।