চিংড়িরে পরিবর্তে কাঁকড়া চাষে ঝুকছেন সাতক্ষীরার চাষীরা

চিংড়িরে পরিবর্তে কাঁকড়া চাষে ঝুকছেন সাতক্ষীরার চাষীরা

শেয়ার করুন

18-10সাতক্ষীরা প্রতিনিধি :

দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার লবণাক্ত জমিতে শস্য চাষাবাদ করতে পারেন না কৃষকরা। তাই এলাকার অধিকাংশ মানুষ চিংড়ি ঘেরের উপর নির্ভরশীল। চিংড়ি চাষীদের মধ্যে কেউ কেউ আবার ঝুঁকছেন কাঁকড়া চাষে।

সিডর ও আইলার প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাটি শস্য চাষাবাদের জন্য তেমন একটা উপযোগী নয়। এর উপর বছরের পর বছর ধরে চিংড়ি ঘের করার কারণে এ অঞ্চলের মাটি হারিয়েছে প্রাকৃতিক উর্বরতা। তাই এ এলাকায় চিংড়ি চাষই একমাত্র কৃষি পেশা।

চিংড়ি চাষীরা অবশ্য খুব একটা সুখে আছেন, তেমনটা বলা যাবে না। মানহীন পোনা এবং ভাইরাসের সংক্রমণ, চিংড়ি চাষীদের মাথাব্যথার কারণ।

এমন পরিস্থিতিতে অবস্থাপন্ন চিংড়ি চাষীদের কেউ কেউ ঝুঁকছেন কাঁকড়া চাষে। তাদেরই একজন বিশ্বনাথ সরকার। এই কাঁকড়া চাষী বলছেন, চিংড়ির তুলনায় বেশি লাভের বিপরীতে সীমিত ঝুঁকি, জনপ্রিয় করছে কাঁকড়া চাষ।