চলতি বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬.৯ শতাংশ

চলতি বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬.৯ শতাংশ

শেয়ার করুন

17chinagdp-master768বিশ্বসংবাদ ডেস্ক :

চলতি বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির পরিসংখ্যান বিষয়ক সংস্থা ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য প্রকাশ করেছে।

গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি হার সামান্য বেশি। অর্থনীতিবিদরা মনে করছেন, অবকাঠামো খাতে সরকারি ব্যয় বৃদ্ধি এবং নতুন সম্পদের চাহিদা এই প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করেছে।

২০১৬ সালে চীন তার প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৬ দশমিক ৭ শতাংশ। কিন্তু গত মাসে তা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয় দেশটি। আরেকটি পরিসংখ্যানে দেখা যায়, চীনে দেশী পণ্যের ব্যবহার বেড়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে তৈরি পণ্যের বিক্রি বেড়েছে ১০ দশমিক ৯ শতাংশ।