‘গ্যাসের দাম আবারো বাড়ানো হলে শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়বে’

‘গ্যাসের দাম আবারো বাড়ানো হলে শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়বে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গ্যাসের দাম আবারো বাড়ানো হলে শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়বে। তাই গ্যাসের দাম আরেক দফা বাড়ানোর আগে ভেবে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআই। সকালে মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির নেতারা এ দাবি জানান।

ডিসিসিআই প্রেসিডেন্ট আবুল কাসেম খান বলেন: অবকাঠামোগত দুর্বলতা থাকায় বেসরকারি ও বিদেশি বিনিয়োগ এখন কমে গেছে। শিল্পায়নে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে ওয়ানস্টপ সুবিধা বাড়ানোসহ, বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার।

নীট সম্পদের মূল্য ৫ কোটি টাকা পর্যন্ত হলে শূন্য হারে সারচার্জ আরোপের পাশাপাশি ১৫ কোটি টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সারচার্জ নির্ধারণের আহবানও জানিয়েছে ডিসিসিআই। আগামী বাজেটে সকল স্তরের কর্পোরেট কর ৫ শতাংশ হ্রাস করার দাবিও তুলেছে তারা।