গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি

শেয়ার করুন

photo-1515929767
নিজস্ব প্রতিবেদক :

ন্যূনতম মজুরী বোর্ডে দেয়া মালিক ও শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব প্রত্যাখান করে অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন ইন্ডাস্ট্রিাল বাংলাদেশ কাউন্সিলের নেতৃবৃন্দ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এই দাবি জানায় এর নব-নির্বাচিত মহাসচিব সালাউদ্দিন স্বপন। তিনি বলেন, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরী নির্ধারণের জন্যে গঠিত মজুরী বোর্ডে মালিকপক্ষ মাত্র ৬ হাজার ৩৬০ টাকা ন্যূনতম মজুরীর প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে, শ্রমিক পক্ষের প্রতিনিধিরা ১২ হাজার ২০ টাকা প্রস্তাব দিয়েছে। উভয় পক্ষের প্রস্তাবই শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয় জানিয়ে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান তিনি। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।