‘কয়েক দিনের মধ্যেই চালের দাম কিছুটা কমবে’

‘কয়েক দিনের মধ্যেই চালের দাম কিছুটা কমবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সরকারের সঙ্গে বৈঠকে কয়েক দিনের মধ্যে চালের দাম ২ থেকে ৩ টাকা কমবে বলে আশ্বাস দিয়েছেন মিল মালিক, আমদানিকারক ও ব্যবসায়ীরা। মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস দেন তারা।

বৈঠকে ব্যবসায়ীরা চাল আমদানি ও পরিবহনে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অনুমতি দাবি করলে সেটা মেনে নেয়া হয়। এছাড়া স্থলবন্দর দিয়ে আসতে চালবাহী ট্রাক অগ্রাধিকার পাবে বলে আশ্বাস দেয়া হয়।

বৈঠকের শুরুতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চালের কোনো সংকট নেই উল্লেখ করে ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ তোলেন। অন্যদিকে ব্যবসায়ীরা সরকারের নিয়মনীতির কারণে দাম বেড়েছে বলে অভিযোগ করেন। বৈঠকে জানানো হয়, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল থেকে ওএসএস এর কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত চলবে। তবে অতি দরিদ্রদের ১০ টাকা কেজিকে চাল দেয়ার খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয়েছে।