কোম্পানিতে পর্যাপ্ত মজুত সয়াবিন তেল, তবুও বাজারে কৃত্রিম সংকট

কোম্পানিতে পর্যাপ্ত মজুত সয়াবিন তেল, তবুও বাজারে কৃত্রিম সংকট

শেয়ার করুন

Soyabean Oil

নিজস্ব প্রতিবেদক।।

পরিশোধনকারী কোম্পানিগুলোর কাছে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত থাকার পরও বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। কয়েক দিন ধরে রাজধানীর কারওয়ান বাজার, মৌলভীবাজারসহ বড় বাজারগুলোর দোকানে বোতলজাত কিছু তেল পাওয়া গেলেও পাড়া-মহল্লার দোকানগুলোতে তা বিশেষ দেখা যাচ্ছে না। আর খোলা সয়াবিন তেলের সরবরাহ একেবারেই কমে গেছে। অধিকাংশ দোকানে তেল নেই বলে জানাচ্ছে দোকানীরা।

মঙ্গলবার রাজধানীর মগবাজার, হাতিরপুল, কারওয়ান বাজার, তেজকুনিপাড়ার বেশ কয়েকটি দোকানে খোঁজ নিয়ে ভোজ্যতেলের সরবরাহের এই সংকটাপন্ন চিত্র দেখা গেছে। দোকানদাররা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে কোম্পানিগুলো সরবরাহ কমিয়েছে। কোম্পানির গাড়ি আসছে ঠিকই, কিন্তু চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না।

৫০ বোতল চাইলে দিচ্ছে ১০ বোতল। অন্যদিকে পাইকারি বাজারে গিয়েও চাহিদা অনুযায়ী খোলা তেল মানে ড্রাম পাওয়া যাচ্ছে না। ফলে প্রত্যেক দিন তেল কেনা লাগছে। অন্যদিকে, মিল মালিকরা বলছেন, প্রতিদিন তেল সরবরাহ করা হচ্ছে। ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, দু-একটি কোম্পানি তেল সরবরাহ করলেও বাকিরা দিচ্ছে না।

গতকাল ভোজ্যতেল পাইকারি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেল নিয়ে সব স্তরে কারসাজি হচ্ছে।

বিভিন্ন মহল্লার ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে খোলা সয়াবিন তেল নেই। বিভিন্ন কোম্পানির গাড়িগুলো আগে দোকানে এসে বোতলজাত তেল দিয়ে যেত। কিন্তু এখন দিচ্ছে না। কারওয়ান বাজার থেকেও এক বা দুই কার্টনের বেশি তেল পাওয়া যাচ্ছে না।